আপনার বাজেট নির্ধারণ অবশ্যই বাস্তব সম্মত হতে হবে।একটা কথা মনে রাখতে হবে যেমন টাকা পে করবেন তেমন সার্ভিস পাবেন। সস্তার তিন অবস্থা তাহলে আপনাকে ডাউনটাইম, সাইট স্লো লোডিং এসব বিষয় সহ্য করতে হবে। তাই কেনার আগে এ বিষয়টি ভেবে দেখুন।মানিব্যাক গ্যারান্টি অত্যন্ত গুরুত্বপুর্ণ বিষয়। অনেক কোম্পানিই ১৫ দিনের মানিব্যাক গ্যারান্টি দিয়ে থাকে। কেনার আগে নিশ্চিত হয়ে নিন কোম্পানি মানিব্যাক গ্যারান্টি দিচ্ছে কিনা।
আমরা সার্ভার ডেলিভারির সাত দিন পর প্রথম পেমেন্ট গ্রহণ করি। তবে সিপ্যানেল, প্লেস্ক বা যেকোনো লাইসেন্স এর ক্রয় মূল্য অ-ফেরত যোগ্য।
অনেকেই নতুন ওয়েব সাইট তৈরী করার সময় আনলিমিটেড হোস্টিং এর উপর গুরুত্ব দিয়ে থাকেন। মনে রাখবেন আনলিমিটেড এর একটা লিমিট আছে এবং বোনাস হিসেবে সেইটার সাথে আনলিমিটেড সমস্যা থাকে। আপনি কি কোনদিন আনলিমিটেড হার্ডডিস্ক দেখেছেন, যেটার মধ্যে ফাইল কিংবা প্রয়োজনীয় জিনিস আপনি যতই রাখুন না কেন সেটার স্পেস কোনদিন শেষ হবে না। এটা কি সম্ভব? যদি আপনার উত্তর হয় - না, তাহলে আশা করি এখন থেকে ভাববেন আনলিমিটেড ডিস্ক বলতে কোন কিছু হয়না। কারন আপনার প্রোভাইডার এর সার্ভার ও আমার আপনার মত কম্পিউটার এর হার্ডডিস্ক এর মত ডিস্ক থেকে সেবা দিয়ে থাকে। সুতরাং সার্ভারের ডিস্ক আনলিমিটেড না হলে আপনি কিভাবে আনলিমিটেড ডিস্ক স্পেস পাবেন?
আমরা প্রতিটি সার্ভারে উচ্চগতি সম্পন্ন NVME (5000 to 9000 MB/s) হার্ড ড্রাইভ ব্যবহার করি যা সার্ভারের গতিকে অনেক বাড়িয়ে দেয়।
প্রতিবার পাঠক / দর্শক যতগুলো পেজ আপনার ওয়েবসাইট ভিজিট করে, ততগুলো পেজ, ছবি, গান, ভিডিও অর্থাৎ ওইসব পেজে যা কিছু আছে সবগুলোই পাঠকের কম্পিউটারে ডাউনলোড হয়। আপনার সাইটে যদি প্রচুর ইমেজ, ভিডিও ইত্যাদি থাকে এবং ওয়েবসাইট ভিজিটর অনেক বেশি থাকে তাহলে প্রচুর ব্যান্ডউইথ লাগতে পারে। এখন হয়ত বলবেন আনিলিমিটেড ডিস্ক স্পেস নাই পেলাম। কিন্তু আনলিমিটেড ব্যান্ডউইথ তো অবশ্যই পাবো। ভাই দাড়ান, এখানেও কথা আছে। প্রত্যেকটা সার্ভারের পোর্ট স্পীড কিন্তু ফিক্সড করে দেওয়া থাকে। যেমন আপনার পিসির ল্যান কার্ডের স্পীড নির্দিষ্ট করা থাকে। আর আপনার প্রোভাইডার নিশ্চয় সেখানে আপনার একার সাইট হোস্ট করবেনা, সেখানে আপনার মত প্রচুর আনলিমিটেড ব্যান্ডউইথ দরকার এই রকম ক্লায়েন্ট বহু আছে। তো ! এই লিমিট ব্যান্ডউইথ থেকে আপনি কিভাবে আনলিমিটেড ব্যান্ডউইথ পাবেন?
আমরা প্রতিটি প্যাকেজে সাথে উল্লেখিত ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ নিশ্চিত করি।
ইন্টারনেট ব্যান্ডউইথ এর জন্য প্রতি Mbit/s হিসাবে ISP প্রোভাইডারদের ব্যান্ডউইথ চার্জ প্রদান করতে হয়। BDIX এর পূর্ণরূপ হলো "Bangladesh Internet Service Exchange"এর ক্ষেত্রে কোন চার্জ প্রদান করতে হয় না শুধুমাত্র মেম্বারশিপ ফি ও উন্নত হার্ডওয়ার স্থাপন করতে হয়। তাই ISP নিজেদের মধ্যে স্বল্প খরচে ব্যান্ডউইথ আদান প্রদান করতে পারে এজন্য কাস্টমারদের কাছে সীমিত চার্জ করে তাই এই ব্যান্ডউইথ ব্যবহারে স্পিড অনেক বেড়ে যায়।
আরো ভালোভাবে উদাহরণের মাধ্যমে বলতে গেলে, ধরুন আপনি ডাউনলোড করার সময় সাধারণ সময়ে 5 Mbit/s স্পিড পান কিন্তু IX, BDIX, NIX Server এর সাইট থেকে ডাউনলোডের সময় স্পিড পাবেন আরো অনেক বেশি ! এ স্পিড 50 থেকে 1000 Mbit/s পর্যন্তও হতে পারে ! তবে হ্যা, এজন্য অবশ্যই আপনার প্রোভাইডার এর IX, BDIX, NIX Connectivity থাকতে হবে।
বাংলাদেশের সকল মোবাইল কোম্পানি IX, BDIX, NIX Connectivity এর আওতাই আছে তাই আপনার সার্ভার হোস্টের ডাটা সেন্টার বাংলাদেশের হলে অনেক দ্রুতগতির সার্ভিস পাবেন ।
আমরা পৃথক পৃথক আইএসপি প্রোভাইডার এর মাধ্যমে IX, BDIX, NIX কানেক্টিভিটি ও ব্যান্ডউইথ সরবরাহ নিশ্চিত করি।
একটি ওয়েবসাইটের জন্য আপটাইম বিষয়টি খুবই জরুরি। হোস্টিং প্রোভাইডারের ইন্টারনেট কানেকশন এবং সার্ভার যতক্ষন সচল থাকবে, আপনার ওয়েবসাইটও ততক্ষন সক্রিয় থাকবে। এটা কেবলমাত্র Visitor দের জন্যই গুরুত্বর্পূণ নয়, বরং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনেও অনেক গুরুত্ববহন করে। ধরুন Visitor দেখলো আপনার ওয়েবসাইট কাজ করছে না, তখন তার মনে বিরুপ প্রতিক্রিয়া হবে এবং সে ভবিষ্যতে নাও আসতে পারে। ঠিক তেমনি সার্চ ইঞ্জিনের বট ইনডেক্সের সময় ওয়েবসাইট ডাউন থাকলে, সে ফিরে যাবে এবং আপনি আপনার ওয়েবসাইট ইনডেক্স হওয়া থেকে বঞ্চিত হবেন।
আমরা সর্বাধিক গুরুত্বের সাথে অল্টারনেটিভ ইন্টারনেট কানেকশন ও অ্যাডিশনাল পাওয়ার ব্যাকআপ এর মাধ্যমে 99% আপ টাইম নিশ্চিত করি।
আজকের দুনিয়ায় সাপোর্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার সার্ভার যদি কখনো ডাউন হয় আর যদি তা জানাতে এবং উত্তর পেতে কয়েক দিন লেগে যায় তাহলে লক্ষ ভিজিটর হারাতে পারেন। আর যদি আপনি রিসেলার ক্লাইন্ট হোন তবে তো মহা বিপদে পড়বেন। আপনার ক্লাইন্টকে কোন উত্তর দেয়ার মতো কিছু থাকবে না। তাই কোম্পানির সাপোর্ট কত দ্রুত তা নিশ্চিত হয়ে নিন। হোস্টিং কোম্পানিকে জিজ্ঞাসা করুন তাদের গ্যারান্টেড সাপোর্ট রেসপন্স টাইম কেমন। এবং কোন কোন মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকে।
আমরা মোবাইল ফোনের মাধ্যমে সমস্যার সামধান দিয়ে থাকি, প্রয়োজনে চ্যাটিং ও রিমোট ডেক্সটপ কন্ট্রোল এর মাধ্যমে লাইভ সাপোর্ট প্রদান করে থাকি।
হোস্টিং প্লানগুলোর মধ্যে কোন লিমিটেশন থাকলে সেটা অনেক সময় ভালভাবে উল্লেখ করা থাকে না। তাই প্লানগুলোর তুলনা করে আপনার চাহিদার সাথে ব্যাপার গুলো মিলে কিনা তা দেখে নিন। আপনি যদি এএসপি ডট নেটে সাইট বানাতে চান তাহলে আপনার উন্ডডোজ হোস্টিং লাগবে। লিনাক্স হোস্টিং এ চলবে না। আপনার যে যে ফিচার প্রয়োজন তা তারা দিতে পারছে কি না দেখে নিন।
আপনাদের চাহিদা মত যে কোন সফটওয়্যার, CMS ইন্সটল ও কনফিগার করতে পারবেন এবং প্রয়োজনে আমাদের সহযোগিতা পাবেন।
আপনার হোস্টিং এ কি কি হোস্ট করতে পারবেন এবং কতটুকু স্পেস, ব্যান্ডউইথ, সিপিউ ব্যবহার করতে পারবেন তা টার্মস অব সার্ভিসেস পেজে দেয়া থাকে। তাই কোম্পানির টার্মস অব সার্ভিসেস পড়ে নিতে হবে। আপনি যদি ব্লগ, ই-কমার্স, লাইভ ভিডিও ইত্যাদি ধরণের সাইট বানাতে চান তাহলে সস্তার তিন অবস্থায় না যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। সস্তা প্যাকেজের সার্ভার গুলোর হার্ডওয়্যার কনফিগ খুব একটা ভাল হয় না। ফলে আপনার সাইট অধিকাংশ সময় ই ডাউন থাকবে যা আপনার ও আপনার ভিজিটর কারোর-ই কাম্য নয়। তাই আপনি যে প্রতিষ্ঠানটিকে বাছাই করবেন তাদের থেকেই যেনে নিন আপনার জন্য কোনটি ভাল হবে। অযথা নিজের ভুলে হয়রানি হয়ে প্রতিষ্ঠানের বদনামি করবেন না।
আমাদের প্রতিটি সার্ভারে ১০০% রিসোর্স উন্মুক্ত করা আছে কিন্তু 7০% পর্যন্ত রিসোর্স ব্যবহারে সর্বাধিক ভালো রেসপন্স পাবেন ।
আপনার ওয়েব সাইট ম্যানেজ করার জন্য কন্ট্রোল প্যানেল প্রয়োজন। কন্ট্রোল প্যানেলের সাহায্যে আপনি আপনার ওয়েব সাইট সহজেই ম্যানেজ করতে পারেন। ওয়েব হোস্টিং এ সবচেয়ে সহজ এবং অধিক ফিচার সমৃদ্ধ কন্ট্রোল প্যানেল হচ্ছে cPanel অথবা Plesk । আপনি যদি ওয়েবের জগতে নতুন হয়ে থাকেন তারপরেও স্ক্রিপ ইনস্টল, ই-মেইল সেটআপ, FTP একাউন্ট সেটিং করতে হবে প্রভাইডরের সাহায্য ছাড়াই। এক্ষেত্রে cPanel অথবা Plesk এর ইন্টারফেস আপনার জন্য সুবিধা জনক।
ডোমেইন এর কন্ট্রোলপ্যানেল হোস্টিং কন্ট্রোলপ্যানেল থেকে আলাদা। আপনি ডোমেইন কেনার আগে অবশ্যই জেনে নিবেন আপনাকে ডোমেইন কন্ট্রোলপ্যানেল দেয়া হবে কিনা এবং ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে ডোমেইন ট্রান্সফার করতে পারবেন কিনা।
আমরা ডোমেইন, হোস্টিং সকল ক্ষেত্রেই পূর্ণাঙ্গ এক্সেস কাস্টমারদের দিয়ে দেই । হোস্টিং সাপোর্টের প্রয়োজনে কাস্টমারের কাছে আমাদের এক্সেস নিতে হয় ।
এটি খুবই গুরুত্বপূণ একটি বিষয়। আপনি অবশ্যই এই বিষয়টির ব্যপারে আপনার পচ্ছন্দের প্রতিষ্ঠানটিকে জিজ্ঞাস করতে ভুল করবেন না। আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট ত্রুটি , দুর্বল পাসওয়ার্ড ব্যবহার বা ভাইরাস আক্রমণ জনিত কারণে স্প্যাম সমস্যা হতে পারে। তাই আগে থেকেই জেনে নিন ই-মেইল সুবিধা ও স্প্যাম সমাধান সর্ম্পকে।
যেহেতু স্পামিং একটি অপরাধ তাই স্বয়ংক্রিয়ভাবে আমাদের প্রতিটি সার্ভারে ইমেইল গ্রহণ করা অনুমোদিত আছে কিন্তু ইমেইল পাঠাতে চাইলে আমাদের inform করতে হবে ।
যখন একটা কম্পিউটার পুরটাই একটা সার্ভার হিসাবে ব্যবহার করা হয় তখন এটাকে বলে ডেডিকেটেড সার্ভার। আর এই ডেডিকেটেড সার্ভার এর হোস্টিং কে আমরা বলি ডেডিকেটেড হোস্টিং। ডেডিকেটেড ওয়েব হোস্টিং এখন ছোট-বড় সকল ধরনের ব্যবসায়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে যেহেতু এটা আপনাকে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি দিয়ে থাকে। এখানে একটা ইনফরমেশন ই যথেষ্ট “আপনি একাই ১০০০ জন শেয়ার্ড হোস্টিং ইউজার বা ১০ জন ভিপিএস ইউজার এর সুবিধা ভোগ করতে পারবেন”। একটা ভাল ডেডিকেটেড সার্ভার হোস্টিং এর মাধ্যমে আপনি লক্ষ লক্ষ ভিজিটর কে আপনার ওয়েবসাইট ব্রাউজ করার সুযোগ দিতে পারবেন। ডেডিকেটেড হোস্টিং এ আপনি সব কিছুই নিজের কন্ট্রোল এ রাখতে পারবেন। আপনার হোস্টিং বাজেট বেশি থাকলে আপনার ওয়েবসাইট ডেডিকেটেড সার্ভারে হোস্ট করাই ভাল অথবা ভিপিএস এ ও হোস্ট করতে পারেন। বাজেট কম থাকলে প্রথমে শেয়ার্ড হোস্টিং, এর পরে প্রয়োজন অনুযায়ী ভিপিএস এ আপগ্রেড করে নিবেন এবং যখন আপনার ওয়েবসাইটে অনেক ভিজিটর হবে তখন ডেডিকেটেড হোস্টিং নিয়ে নিবেন।
আমরা শুধুমাত্র ডেডিকেটেড বা ভিপিএস সার্ভার প্রোভাইড করি তাই শেয়ার সার্ভার এর জন্য আমাদের রিসেলারদের সাথে যোগাযোগ করুন।
We sell dedicated Server only to Bangladeshi Lawfully authorized person from our own data-center (Dhaka, Bangladesh)